Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় জলবায়ু পরিবর্তন  ও স্বাস্থ্য প্রকল্পের অবহিতকরণ সভা

এখন সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:২৪:১৯ পিএম

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কলারোয়া ব্র্যাক অফিসের আয়োজনে শ্রীপতিপুর উন্নয়ন পরিষদের (উপ) হলরুমে ইর্মাজেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের ওয়ার্কশপ এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের প্রভাব সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদীন ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির। ব্র্যাক হেলথ প্রোগ্রামের জেলা ম্যানেজার মো. সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাইমেন্ট চেঞ্জ প্রজেক্ট অফিসার অমিত কুমার সরকার ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হেলথ সমন্বয়কারী সামিয়া সুলতানা। অনুষ্ঠানে কলারোয়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৯ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়। কলারোয়া পৌরসভার প্রধান সমন্বয়ক নির্বাচিত হন মেহেদী হাসান ও সহকারী প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত হন মিজানুর রহমান।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)