Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে যশোর ২-০ গোলে  হারালো নড়াইলকে

এখন সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৫, ০৮:০৯:২৪ এম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোরে রোববার অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫। বিকেলে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অংশ নেয় স্বাগতিক যশোর ও নড়াইল জেলা দল। খেলায় যশোর জেলা দল ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে নড়াইল জেলা দলকে। আগামী ২১ সেপ্টেম্বর যশোর খেলতে যাবে নড়াইলে। সেখানেও যশোর-নড়াইল জেলা দলের একটি ম্যাচ হবে। ম্যাচটি হবে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে। গতকালের ম্যাচে যশোর জেলা দলের হয়ে গোল করেন ম্যাচের ৩ মিনিটে রাকিব ও ৮ মিনিটে আওরঙ্গজেব। খেলা শুরুর আগে বেলুন ও ফেসটুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান ও লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। স্বাগত বক্তব্য দেন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ যশোরের সাংগঠনিক কমিটির আহবায়ক মাহতাব নাসির পলাশ। অনুষ্ঠান সঞ্চালন করেন ক্রীড়া সংগঠক নিবাস হালদার। উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় এ প্রতিযোগিতা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)