Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনা-১ আসনের সাবেক এমপি পুত্র দ্বীপ্ত গ্রেফতার

এখন সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৫, ০৮:০৮:২৫ এম

 

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা আসনের সাবেক এমপি ননী গোপাল মন্ডলের পুত্র নাশকতা মামলার আসামি দ্বীপ্ত মন্ডল (৩২) গ্রেফতার হয়েছে।

দাকোপ থানা পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরার ভোমরা বর্ডার দিয়ে দেশে আসার পথে সেখানকার ইমিগ্রেশন পুলিশ শনিবার রাত ১১ টার দিকে তাকে গ্রেফতার করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই রাতেই দাকোপ থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে। গত ২৬ নভেম্বর ২০২৪ দাকোপ থানায় দায়ের হওয়া নাশকতা মামলার (মামলা নম্বর ৫) এজাহার নামীয় আসামি হওয়ায় তাকে রোববার সকালে খুলনা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য গত ৫ আগস্ট ২০২৪ সরকার পতনের পর থেকে দ্বীপ্ত মন্ডল ভারতে অবস্থান করছিল বলে জানা যায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)