কেশবপুর প্রতিনিধি : কেশবপুর-চুকনগর সড়কে বাদুড়ের মোড়ে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় ফল ব্যবসায়ী নিহত হয়েছে। কেশবপুর থানায় বাসচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
কেশবপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে- কেশবপুর পৌরসভার সাবদিয়া এলাকার মশিউর রহমান মোড়লের পুত্র শাহাজাহান কবির (২৮) একজন ফল ব্যবসায়ী। তিনি রোববার সকালে মোটরসাইকেল যোগে কেশবপুর থেকে চুকনগরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কেশবপুর - চুকনগর সড়কের কেদারপুর-বাদুড়িয়া মোড় নামক স্থানে চুকনগর থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে শাহাজাহান কবিরের মৃত্যু হয়। শাহাজাহান কবির এক সন্তানের জনক। কেশবপুর থানার কর্তব্যরত অফিসার এস আই শামীম দৈনিক স্পন্দনকে বলেন, কেশবপুর-চুকনগর সড়কের বাদুড়ের মোড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হওয়ার ঘটনায় চালকসহ তিনজনের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত হয়েছে যার নম্বর ৮। আসামিরা পলাতক রয়েছে।