কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে ও যোগ্য করে গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একদিনের এই কর্মশালার আয়োজন করা হয়।
নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হাসান শহীদ, শিক্ষক রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আশুতোষ সরকার, নাজমুল আলম, সরলা রাণী মন্ডল, বদরুজ্জামান, বিমল কান্তি বসু, রোজিনা পারভীন, প্রনব বিশ্বাস, মিনা রানী, বিধান চন্দ্র, আব্দুল আহাদ, ফারুক হোসেন, মুক্তি রানী, সোহাগ রানা ও ইমরান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ধারাভাষ্যকর মহির উদ্দীন মাহী। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে এবং যোগ্য করে গড়ে তুলতে জীবন দক্ষতা, শ্রদ্ধাভক্তি, মানবিকতা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, সময়ানুবর্তীতা, শৃঙ্খলা, পাঠাভ্যাস, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, মোবাইলের অপব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। এ কর্মশালার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতর বেশ ইতিবাচক সাড়া পাওয়া গেছে।