Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে রদবদল

এখন সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৫, ০১:৩২:১৯ পিএম

ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে রদবদল করা হয়েছে। একজনকে বাদ দিয়ে নতুন এক জন অন্তর্ভুক্ত করে ৯ সদস্যের এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নতুনভাবে যুক্ত হয়েছেন কাজী ইনাম আহমেদ। অপরদিকে, কমিটি থেকে বাদ পড়েছেন নিবাস হালদার। এ বিষয়ে নিবাস হালদার জানান, কোনো প্রকার আলোচনা ছাড়াই আমাকে কমিটি থেকে সরিয়ে দেয়া হয়েছে। আমি আমার একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) কাজী নজরুল ইসলামের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে  রদবদলের এ তথ্য জানা যায়। যার স্মারক নম্বর: ৩৪.০৩.০০০০.০০০.০০৪.০১.০০০৫.২২.৪৭১। সেখানে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ ধারা-২(১৫)-স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ক্ষমতা মোতাবেক এ ব্যবস্থা নেয়া হলো। সেক্ষেত্রে যশোর জেলা ক্রীড়া সংস্থার এক জনকে পরিবর্তন করে ৯ সদস্যদের এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা-২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান অনুমোদিত দিয়েছেন। সে অনুযায়ী নতুন এডহক কমিটির আহবায়ক জেলা প্রসাশক আজাহারুল ইসলাম। সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান , এ জেড এম সালেক , কাজী ইনাম আহমেদ, এস এম আব্দুল্লাহ আল মামুন , মুহাম্মদ বুরহান উদ্দীন , মাসুদ রানা বাবু ও সামিউল আলম শিমুল। সদস্য সচিব জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর। এদিকে, যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে রদবদল নিয়ে ক্রীড়া সংগঠকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)