নিজস্ব প্রতিবেদক: দই ওজনে কম দেয়া, ঘির বোয়েমে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, মূল্য তালিকার ট্যাগ ছাড়া বিপুল পরিমাণ প্রসাধনী পাওয়ায় যশোরের দুটি প্রতিষ্ঠান থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের মুজিব সড়কে অভিযান চালানো হয়। অভিযান কালে রসনা সুইটস এন্ড ডেইরিতে তদারকি করা হয় । তদারকিকালে ধরা পড়ে সেখানে দইয়ের ভাড়ে ১ কেজির পরিবর্তে ৯শ গ্রাম দেয়া হয়। এছাড়া ঘির বোয়েমে দাম, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা ছিল না। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ও ৩৭ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে টপটেন মার্ট পরিদর্শন কালে মূল্য তালিকা ট্যাগ ছাড়া বিপুল পরিমান প্রসাধনী পাওয়া যায়। এ অপরাধে ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।