নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম মনাকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে শেখহাটি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেখহাটি ইউনিয়ন শাখার ব্যানারে মনার সমর্থকরা মানববন্ধন করে। মানববন্ধনে মনার সমর্থকরা অংশ নিয়ে রফিকুল ইসলাম মনার পক্ষে বিভিন্ন স্লোগান দেয় এবং সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানায়।
উল্লেখ্য, কয়েকদিন আগে রফিকুল ইসলাম মনার বিরুদ্ধে সংগঠনের পরিপন্থী কার্যকালাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে জানিয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মশিয়ার রহমান এবং সদস্য সচিব তারিকুল ইসলাম সোহাগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।