Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে নারীসহ তিনজন আটক, ইয়াবা উদ্ধার

এখন সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর , ২০২৫, ১২:৫০:৩৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে আলাদা অভিযানে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
কোতয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে যশোর শহরের বাবলাতলা এলাকার একটি মৎস হ্যাচারির সামনে থেকে নারীসহ দুইজনকে আটক করা হয়। এরা হলো, সদর উপজেলার বসুন্দিয়া কলোনীপাড়ার ইমরান খানের স্ত্রী বিথী বেগম (৩৮) এবং জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে আসাদ কবির (৪৫)। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বিথী একজন চিহ্নিত মাদক বিক্রেতা। সে ওই সময় মাদক বিক্রি করছিল। আর আসাদ কবির সহযোগিতা করছিল। বিথীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আরো দুইটি মামলা আছে।
ফুলবাড়ি ক্যাম্পের এএসআই আশিকুর রহমান জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ইছালী রাজাপুর এলাকার একটি সেলুনের সামনে থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ নবী হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার মহনপুর গ্রামের নওশের আলীর ছেলে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)