লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ‘পীর সাহেব চরমোনাই’ মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ খান বেলালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা।
সঞ্চালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুফতি ওমর ফারুক।
এ সময় নড়াইল জেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ হেলাল উদ্দিন মন্ডল, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান খান, জয়েন্ট সেক্রেটারি মোঃ জিয়াউল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামসগহ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সহসভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বলেন,
আমি চাই এ দলের মাধ্যমে মানুষের জন্য কিছু করতে। ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই আমাকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমার লক্ষ্য ও উদ্দেশ্যে মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের পাশে থেকে কিছু করতে পারলেই আমার সার্থকতা। আমি অর্থ আয় করতে এখানে আসিনি,মানুষের সেবা করতে এসেছি।