Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট

এখন সময়: শুক্রবার, ১৭ অক্টোবর , ২০২৫, ১১:২৭:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের চাঁচড়া পশ্চিমপাড়া যেন শুক্রবার বিকেলটা কাটিয়েছে উৎসবের আমেজে। মাঠে চলছে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট, আর মাঠের বাইরে দর্শকদের উচ্ছ্বাসে মুখর চারদিক। হাসি-আনন্দ, উল্লাস আর খেলাধুলার মিশেলে গ্রামীণ জীবনে যোগ হয় এক ভিন্ন রঙ।
বিকেল ৪টা থেকে শুরু হওয়া ডে-নাইট এই টুর্নামেন্টের আয়োজন করে এলাকাবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক ও লোকসমাজ পত্রিকার ফটো সাংবাদিক এমআর খান মিলন। প্রধান বক্তা ছিলেন গ্রামের কাগজের সিটি ইনচার্জ ও রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভুইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন গ্রামের কাগজের ফটো সাংবাদিক সাজ্জাদুল কবীর মিটন, সমাজের কথার ফটো সাংবাদিক রতন ও কল্যানের ফটো সাংবাদিক বাদশা।
আয়োজক কমিটির সদস্যরা জানান, টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নিয়েছে। নক-আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার মধ্যরাতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ এবং বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)