Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবসে যশোরে আলোচনাসভা ও লালন সঙ্গীতানুষ্ঠান

এখন সময়: সোমবার, ২০ অক্টোবর , ২০২৫, ১২:৫১:৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালন উপলক্ষে যশোরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও লালন সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুগ্ধ লালন প্রেমী দর্শক শ্রোতারা।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাসিম রেজা, লেখক ও গবেষক বেনজিন খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনসিপি নেতা নুরুজ্জামান, বৈষমী বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহবায়ক রাশেদ খান, ছাত্র প্রতিনিধি ফাহিম আল ফাত্তা প্রমুখ।
আলোচনা সভা শেষে ছিল মনোমুগ্ধকর লালন সংগীত। যশোরের বিশিষ্ট লালন শিল্পীরা এতে অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)