Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অকাল প্রয়াত অধ্যাপক অলোক বসু স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও সমবেত প্রার্থনা

এখন সময়: শুক্রবার, ১৭ অক্টোবর , ২০২৫, ১১:২৬:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : প্রয়াত যশোর সরকারি সিটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অলোক বসু স্মরণে শ্রদ্ধাঞ্জলি, স্মৃতিচারণ ও তার আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সনাতন বিদ্যার্থী সংসদ যশোরের উদ্যোগে শুক্রবার বেজপাড়া পূজা মন্দিরের নির্মাণাধীন তৃতীয়তলায় এ অনুষ্ঠান হয়।
এতে স্মৃতিচারণ করে আলোচকবৃন্দ বলেন-সদাহাস্য অধ্যাপক অলোক বসু ছিলেন সাদা মনের এক উত্তমপুরুষ; যিনি ধর্ম-বর্ণ সবার প্রিয় ছিলেন। তিনি ছিলেন একাধারে জ্ঞানতাপস, শিক্ষানুরাগী, নিরহংকার, সাত্ত্বিক, সজ্জন ব্যক্তিত্ব-তার অকাল প্রয়াণে শিক্ষাঙ্গণসহ সামাজিক অঙ্গনে যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়।
স্মৃতিচারণ করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহসম্পাদক স্বামী আত্মবিভানন্দ মহারাজ, পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, যশোর সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ অমল কুমার বিশ্বাস, গঙ্গানন্দপুর কলেজের অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস, যশোর মাইকেল মধুসূদন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক নিতীশ কুমার কর্মকার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শংকর দত্ত, সরকারি সিটি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনুপম বসাক, সহকারী অধ্যাপক সুকান্ত মজুমদার, সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী, সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দিপ্তী মিত্র, যশোর মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক মিলন ঘোষ ও কৃষি ব্যাংক রূপদিয়া শাখার কর্মকর্তা বিকাশ ঘোষ, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব দাস, পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, দুলাল সমাদ্দার, সনাতন বিদ্যার্থী সংসদের উপদেষ্টা পলাশ দেবনাথ, সুবল দেবনাথ, জয় ভট্টাচার্য, ভবানী দাসী ও প্রয়াত অলোক কুমার বসুর সহধর্মিণী সুমিত্রা বসু। সভাপতিত্ব করেন সনাতন বিদ্যার্থী সংসদ যশোরের সভাপতি বিদ্যুৎ দে। সূচনা বক্তব্য দেন সনাতন বিদ্যার্থী সংসদ যশোরের সাধারণ সম্পাদক সত্যজিৎ মজুমদার। সঞ্চালনা করেন নওয়াপাড়া কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ রাহা।
প্রসঙ্গত, অধ্যাপক অলোক বসু হৃদরোগে আক্রান্ত হয়ে ২২ সেপ্টেম্বর পরলোক গমন করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)