Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের  সাথে আইয়ুব ভুঁইয়ার মতবিনিময়

এখন সময়: শুক্রবার, ৩১ অক্টোবর , ২০২৫, ০২:০৪:০৯ এম

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত (সাংবাদিক) এস এম রাশেদুল ইসলাম, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম, প্রবাসী সাংবাদিক বাপ্পী কুমার দাস। শুক্রবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু’র সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নিছার উদ্দিন খান আযম, সহযোগী অধ্যাপক বাবুল আকতার, প্রতিদিনের কন্ঠ পত্রিকার সম্পাদক শাহিনুর রহমান পান্না প্রমুখ। মতবিনিময় সভার পূর্বে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বক্তারা স্বাধীন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিষয়ে তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এ হিসাবে মণিরামপুরসহ সকল জেলা-উপজেলার সাংবাদিকদের একই ধারায় ঐক্যবদ্ধ করার জন্য নিরলস কাজ করে চলেছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)