Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে ৮ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

এখন সময়: শুক্রবার, ৩১ অক্টোবর , ২০২৫, ০২:১০:২৭ এম

প্রেসবিজ্ঞপ্তি: সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন সবগুলো মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে।

মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

আজ ৮ অক্টোবর বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়। এরপর ৯ অক্টোবর বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে গত সোমবার ৮টি পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন।

১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে এক ঘন্টা বিরতি দিয়ে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে প্রার্থীদের মনোনয়নপত্র জমার সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল ও নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন।

যাদের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ বলে ঘোষণা করা হয়েছে তারা হলেন, সভাপতি পদে আকরামুজ্জামান, এম আইউব ও এস এম সোহেল, সহ-সভাপতি পদে বিএম আসাদ, রফিকুল ইসলাম ও কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ ও মুর্শিদুল আজিম হিরু, যুগ্ম সম্পাদক পদে গালিব হাসান পিল্টু ও এম এ আর মশিউর, দফতর সম্পাদক পদে শেখ জালাল উদ্দিন ও কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ও তরিকুল ইসলাম তারেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ও মাহবুবুর রহমান মোহন এবং কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ও এম এ রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)