প্রেসবিজ্ঞপ্তি : যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, দৈনিক লোকসমাজের শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও শার্শা থানার ওসি আব্দুল আলিমকে অপসারণের দাবিতে বুধবার বেলা ১১টায় যশোর পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, দৈনিক গ্রামের কাগজের সহযোগী সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ, সংগঠনের যশোর জেলার ৮ উপজেলার ইউনিট প্রধানগণ ও বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নেন শার্শা , ঝিকরগাছা , বেনাপোল, বাগআঁচড়াসহ আরও কয়েকটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং শার্শা থানার ওসি আব্দুল আলীমকে দ্রুত প্রত্যাহার করতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। এসময় পুলিশ সুপার রওনক জাহান স্মারকলিপি গ্রহণ করেন।