বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের একই ব্যানারে আনার দীর্ঘ প্রচেষ্টার অংশ হিসাবে গতকাল বিকালে একাধিক প্রেসক্লাব এবং বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা বেনাপোল সিএন্ডএফ এজেন্ট মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলার শার্শা, নাভারণ ও বাগআঁচড়া প্রেসক্লাবে কর্মরত ইলেক্ট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা বেনাপোল সিএন্ডএফ এজেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুবের সভাপতিত্বে সাংবাদিকদের এক যৌথ সভায় বৃহত্তর ঐক্যের স্বার্থে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ নামে একটি কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এতে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর বেনাপোল প্রতিনিধি বকুল মাহবুব আহবায়ক ও এটিএন বাংলা প্রতিনিধি আহমেদ শাহীন সদস্য সচিব মনোনীত হয়। যুগ্ম আহবায়ক হয়েছেন সময় টিভির আজিজুল হক। পরিচালনা করেন সমকালের সাংবাদিক সাজেদুর রহমান।