Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরের বেকারি মালিক আজিজ হত্যার অভিযোগে আদালতে মামলা

এখন সময়: বুধবার, ৩১ ডিসেম্বর , ২০২৫, ০১:০২:১৫ এম

নিজস্ব প্রতিবেদক : অভয়নগরের আদি ঢাকা ফুড বেকারির মালিক আজিজ সরদারকে হত্যার অভিযোগে দুইজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার নিহতের ভাই মণিরামপুরের কাশিমপুর গ্রামের কামাল হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন।
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন অভয়নগর থানার ওসিকে।
আসামিরা হলো-অভয়নগরের গুয়াখোলা পীরবাড়ি মাজার রোডের মৃত মতিয়ার রহমান মাস্টারের ছেলে আব্দুস সালাম ও শংকরপাশা গ্রামের খানপাড়ার ওলিয়ার রহমান খানের ছেলে ফিরোজ খান টিটো।
মামলার অভিযোগে জানা গেছে, আজিজ অভয়নগরের গুয়াখোলা শাহী মোড়ে রাজু মিয়ার জমির উপর বসতবাড়িসহ আদি ঢাকা ফুড নামক বেকারি কারখানা তৈরি করে ব্যবসা করেন। বেশ কিছুদিন আগে আসামিরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। গত ২৫ নভেম্বর সকালে আসামিরা বেকারিতে এসে চাঁদার ৫ লাখ টাকা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা আজিজের মাথায় পিস্তল ঠেকিয়ে মারপিট করে। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। গুরুতর আহত আজিজকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনার সিটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে আজিজ মারা যায়। পরবর্তীতে আজিজের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কতৃপক্ষ মামলা নিতে অস্বীকার করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)