প্রেসবিজ্ঞপ্তি: যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) নতুন সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেইউজে নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বিগত সময়ে সদস্যপদপ্রাপ্ত নতুন সাতজনকে জেইউজের সদস্যদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে জেইউজে কার্যালয়ে নতুন অন্তর্ভুক্ত সদস্যদের সাথে চা-চক্র অনুষ্ঠিত হয়।
জেইউজে নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, জেইউজে সদস্যপদ প্রদানের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। সদস্যপদের জন্য আগ্রহী সাংবাদিককে আগামী ২৫ অক্টোবরের’২৫ খ্রি. তারিখের মধ্যে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।
যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভা ও চা-চক্রে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ ডিএইচ দিলশান এবং জেইউজে নির্বাহী সদস্য প্রণব দাস।
জেইউজের চূড়ান্ত সদস্য তালিকায় অন্তর্ভুক্ত সদস্যরা হলেন-রুহুল আমিন, দেবু মল্লিক, এনামুল হক, আসাদুজ্জামান পাভেল, আশিকুর রহমান শিমুল, রেজওয়ান হক বাপ্পী ও আব্দুল্লাহ আল মামুন স্বাধীন।