লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : পূর্বে প্রকাশিত জুলাই যোদ্ধাদের তালিকা সংশোধন করে এবং ভুয়া জুলাই যোদ্ধাদের নাম অপসারণ করে যাচাই-বাছাই পূর্বক প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা পুনঃপ্রকাশের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় সর্বস্তরের জনগণের ব্যানারে ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের মেইন গেটের সামনে জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির আহম্মদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ইয়াজুর রহমান বাবু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রহমান বাবলু, মহিলা দলের নেত্রী খালেদা জামান, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ, ছাত্রদল নেতা হীরন মৃর্ধা, নাদিম জামান মাহিন, সুমন, ইব্রাহিমসহ প্রমুখ।