Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচন আজ

এখন সময়: শুক্রবার, ৩১ অক্টোবর , ২০২৫, ০১:৫৬:০০ এম

 

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার সাংবাদিক ইউনিয়ন যশোর’র (জেইউজে) নির্বাচন। প্রেসক্লাব যশোরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৮ পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে সাভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি আকরামুজ্জামান ও সাবেক সভাপতি এম আইউব। সহসভাপতি পদে বিএম আসাদ ও রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ ও মুর্শিদুল আজিম হিরু, যুগ্ম সম্পাদক পদে গালিব হাসান পিল্টু, এমএআর মশিউর, কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ও তরিকুল ইসলাম তারেক, দফতর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ও শেখ জালাল উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ও এম আর মোহন এবং কার্যনির্বাহী সদস্য পদে হানিফ ডাকুয়া ও এম এ রহমান।

তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হলেন সাইফুল ইসলাম সজল। বাকি দুজন সদস্য হলেন শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদ। মোট ৬৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)