Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

এখন সময়: সোমবার, ২০ অক্টোবর , ২০২৫, ০৪:৩২:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতি ইউনিয়নের চালকিডাঙ্গা বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে শনিবার গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

লিফলেট বিতরণের সময় নেতৃত্ব দেন যশোর ৫ আসনের গণমানুষের নেতা ও মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি  অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ছাত্তার দফাদার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলী এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামানসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা একযোগে নির্বাচনী প্রচার-প্রচারণায় জনগণের ভোটার সচেতনতা বৃদ্ধির গুরুত্ব আরোপ করেন এবং এলাকার জনগণকে তাদের ভোটাধিকার সঠিকভাবে ব্যবহারে উৎসাহিত করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে এলাকার সমস্যা তুলে ধরা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)