মোংলা প্রতিনিধি: মোংলায় নদী থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় একটি মৃত কুমিরের দেহ উদ্ধার করেছে বনবিভাগ।
রোববার (১৯ অক্টোবর) সকালে শহরতলির নারকেলতলা এলাকা থেকে প্রায় ১০ হাত লম্বা কুমিরটি উদ্ধার করা হয়।
কুমিরটির একটি পা বিচ্ছিন্ন এবং দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
সকালে নদীতে ভেসে আসা কুমিরটি দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। এ সময় কুমিরের মৃতদেহ থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পুরো এলাকা অস্বস্তিতে পড়ে।
স্থানীয় গ্রামবাসী জানান, ‘কুমিরটির পা বিচ্ছিন্ন ও দেহে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে কুমিরটিকে কেউ হত্যার উদ্দেশ্যে আঘাত ও গলায় ফাঁস দিয়ে পা বিচ্ছিন্ন করেছে।
সুন্দরবন এলাকায় এত বড় কুমির গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনা এটাই প্রথম।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, আমরা মৃত কুমিরটির দেহ উদ্ধার করে ময়না তদন্ত করে দেহটি মাটি চাপা দিয়েছি এবং ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছি। কুমিরটির মৃত্যু ও গলায় ফাঁস লাগানোর কারণ খতিয়ে দেখা হচ্ছে। আঘাতের চিহ্ন এবং পা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিও তদন্তের অংশ।