Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒জাতীয় স্কুল,মাদ্রাসা ক্রীড়ার খুলনা বিভাগ

বালক হ্যান্ডবলে রানার্স আপ মুসলিম একাডেমীর খেলোয়াড়দের সংবর্ধনা

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর , ২০২৫, ০১:০৪:৫৬ এম

ক্রীড়া প্রতিবেদক: ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে বালক হ্যান্ডবলে রানার্স আপ হয়েছে যশোরের মুসলিম একাডেমী। বুধবার এ বিদ্যালয়ের হয়ে অংশ নেয়া খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসকল কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম একাডেমীর প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ, সহকারী প্রধান শিক্ষক তপন কুমার তরফদার, সহকারী শিক্ষক এইচ এম ইকবাল হোসেন, জিল্লুর রহমান, তৈয়েবা খাতুন, আব্দুর রাজ্জাক রাজু, আব্দুল জলিল, আক্তারী জামান, প্রদীপ কুমার দত্ত, সালাম আক্তার প্রমুখ। ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় মুসলিম একাডেমী হ্যান্ডবল (বালক) বিভাগে যশোর সদর উপজেলার ফাইনালে যশোর জিলা স্কুলকে ৮-৪ গোলে এবং জেলা পর্যায়ের ফাইনালে চৌগাছা উপজেলাকে ৬-২ গোলে পরাজিত করে। এ জয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছিলো বিদ্যালয়টি। খুলনা বিভাগীয় পর্যায়ের ফাইনালে কুষ্টিয়া জেলার কাছে ২২-১৯ গোলে পরাজিত হয়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। বিদ্যালয়ের হয়ে খেলায় গালিব হাসান, রাতুল, নিশান, রাকিব, রুহিত, সাবিত। উল্লেখ্য, মুসলিম একাডেমী ২০২২ সালে জাতীয় পর্বে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছিলো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)