Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

এখন সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর , ২০২৫, ০১:১৫:৩৪ এম

স্পন্দন ডেস্ক : ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

মহেশপুর : সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার, মহেশপুর মটর শ্রমিক কমিটির সভাপতি এম, এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক সমেন কুমার নাথ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মাগুরা:  সকালে মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি র?্যালি  বের হয়। র?্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি কর্মকর্তা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেয়। র?্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএ মাগুরা সার্কেলের সহকারী পরিচালক কেশব কুমার দাস, বিআরটিএ মাগুরা সার্কেলের মোটর যান পরিদর্শক কুতুব উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল , মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম প্রমুখ।

কালিগঞ্জ (ঝিনাইদহ) : সকালে কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে র‌্যালি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এরপর উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার শাহিন আলম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বারবাজার হাইওয়ে পুলিশের সার্জন তানভীর হোসেন, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক, উপ সহকারী পাট কর্মকর্তা ফারুক হোসেন, কালিগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস আলী প্রমুখ।

পাইকগাছা ( খুলনা) : দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, থানার এসআই আতিক রহমান, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ। নিসচার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, প্রধান শিক্ষক শামসুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, যুবনেতা আবু হুরায়রা বাদশা, প্রভাষক আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠান শেষে লন্ডনে চিকিৎসাধীন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

খুলনা : সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনের লক্ষ্যে খুলনায় ট্রাফিক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে এ র‌্যালির আয়োজন করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। র‌্যালিতে খুলনার বিভিন্ন চালকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। এ সময় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কেএমপি এর পুলিশ কমিশনার র‌্যালি থেকে সচেতনতামূলক বার্তা প্রদান করেন যাতে চালক ও পথচারীরা ট্রাফিক আইন মেনে চলেন এবং দুর্ঘটনার ঝুঁকি কমে আসে।

 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)