জসিম উদ্দিন, রাজগঞ্জ : মণিরামপুর উপজেলার রাজগঞ্জে খালিয়া মাদ্রাসা মোড়ে নাইট হাডুডু টুর্নামেন্টে খালিয়া হাডুডু একাদশকে ১- ২ গোলে হারিয়ে হায়াতপুর হাডুডু একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার রাতে উপজেলার রাজগঞ্জের খালিয়া মাদ্রাসা মোড় সংলগ্ন মাঠে খালিয়া যুব সংঘ ‘খেলাকে হ্যা বলি মাদককে না বলি’ এই শ্লোগানকে সামনে রেখে চার দলীয় হাডুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে চারটি হাডুডু দল খেলায় অংশগ্রহণ করে। পরে রাত সাড়ে দশটায় ফইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। শত শত দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহি হাডুডু খেলাটি শান্তিপূর্ণ পরিবেশে উপভোগ করেন। পরিচালনা করেন সাবেক হাডুডু খেলোয়াড় হাবিবুর রহমান মধু।