নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত আটক ও ফাঁসির দাবিতে মশাল মিছিল হয়েছে যশোরে।
মঙ্গলবার রাতে দড়াটানা মোড়ের গাড়িখানা রোড থেকে সালমান শাহ ভক্তরা মশাল মিছিল বের করে। এ সময় সালমান শাহের স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন ও পরিচালক আজিজ মাহমুদের কুশপুত্তলিকা নিয়ে মিছিল করে। মিছিলটি মনিহার প্রেক্ষাগৃহ এলাকা ঘুরে ফের দড়াটানায় এসে শেষ হয়। এ সময় সালমান ভক্তরা খুনিদের আটক ও ফাঁসির দাবি করে।
প্রয়াত চিত্র নায়ক সালমান শাহ স্মরণে যশোরে প্রতিবছরই নানা কর্মসূচি পালন করে যশোরের কাঠেরপুল যুবসংঘ নামক একটি সংগঠন। সংগঠনটির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিবাদ মিছিলে অংশ নেন যশোরের বিভিন্ন বয়সের সালমান শাহ ভক্তরা। মিছিল শেষে মোমবাতি প্রজ্বালন করা হয়। সেখানে এক সমাবেশে বক্তারা বলেন “২৯ বছর পর জনপ্রিয় চিত্র নায়ক সালমান শাহ হত্যার ঘটনাটি ফের তদন্ত করছে সরকার। এতে করে কয়েকজনের নাম উঠে আসছে। এ সময় আসামিদের আটক করতে হবে। এবং তাদের বিচার করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন কাঠেরপোল যুবসংঘের পরিচালক শিমুল ভুঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফটো জার্নালিস্ট অ্যাসেসিয়েশন যশোরের সাধারণ সম্পাদক এম আর খান মিলন, সাংবাদিক তাহমিনা বিশ্বাস, ফটো সাংবাদিক সাজ্জাদুল কবীর মিটন, ব্যবসায়ী হান্নান হোসেন, ফারুক হোসেন প্রমুখ ।
এর আগে সালমান শাহের জন্মদিন উপলক্ষে সংগঠনটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। সেখানে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, লোকসমাজের ক্রাইম রিপোর্টার মীর মঈন মুসা, সাংবাদিক মুর্শিদুল আজিম হিরু, সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতা কাজী রফিকুল ইসলাম, দৈনিক যুগান্তরের জেলা অফিসের স্টাফ রিপোর্টার ইন্দ্রজিৎ রায়, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদ হাসান প্রমুখ।