ঝিনাইদহ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি যড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ভূষণ স্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হামিদুল ইসলাম হামিদ বলেন-আগামী জাতীয় নির্বাচনে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হবে। যে নির্বাচন নিশ্চিত করতে বেগম জিয়া জেল খেটেছেন, চিকিৎসা বঞ্চিত হয়েছেন। পরিবারের ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। যার ফলশ্রুতিতেই ২৪শে গণঅভ্যুত্থান হয়েছে।
যুবদলের সকল নেতাকর্মীকে ধানের শীর্ষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।
পৌর যুবদলের আহবায়ক শাহজান আলী খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবর রহমান মিলন, যুবদল নেতা আশরাফুজ্জামান রনি, শাহিন লষ্কার, সাইফুল ইসলাম টুটুল, মিলন হোসেন প্রমুখ।