Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

এখন সময়: বুধবার, ৫ নভেম্বর , ২০২৫, ০১:২২:৩৭ এম

 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিস থেকে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়।

ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুস সোবাহান এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি মাগুরার অতিঃ উপপরিচালক (সষ্য) কৃষিবিদ মো: আলমগীর হোসেন। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শহীদুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো: মাসুম রানা, সিনিয়র সহসভাপতি মো: মাহামুদুন নবী ডাবলুসহ অন্যান্য সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫ হাজার ৬৯৫ জন কৃষককে সরিষা, মসুর, গম, পেঁয়াজ মুগ ও খেসারী ফসলের জন্য বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি কৃষক ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার ও ১ কেজির সরিষা বীজ দেয়া হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)