নিজস্ব প্রতিবেদক: যশোরে মামা হাসানের পরিবর্তে কারাগারে যাওয়ার ভাগ্নে শামীম আহম্মেদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল এ আদেশ দিয়েছেন। শামীম আহমেদ সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের জমসেদ আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর আর্মি মেডিকেলের এক শিক্ষার্থী দম্পতির বাড়িতে গিয়ে চাঁদাবাজি, হামলা, মারপিট ও লুটের ঘটনায় ২০২৪ সালের ৯ নভেম্বর ৭ জনের নামে কোতয়ালি থানায় একটি মামলা হয়। ওই মামলার ৫ নম্বর আসামি হাসান। গত ২১ অক্টোবর বেলা ১২টার দিকে আসামি শামীম আহমেদ তার নিজের নাম গোপন রেখে হাসান পরিচয় দিয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বিচারক জামিন আবেদনের শুনানি শেষে নামঞ্জুর করে শামীমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যার দিকে শামীমকে কোর্ট পুলিশ কারাগারে নিয়ে যান। যশোর কেন্দ্রীয় কারাগারে গিয়ে শামীম নিজের নাম গোপন করে হাসান নামে পরিচয় দেয়। বিষয়টি সন্দেহ হওয়ায় কারা কর্তৃপক্ষ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার ফিঙ্গার প্রিন্ট নেয়। এরপর কারা কর্তৃপক্ষ জানতে পারেন হাসান বলে নিজেকে যে পরিচয় দিচ্ছে সে আসলে হাসান নয়, তার নাম শামীম। মূলত আসামি হাসানের ভাগ্নে শামীম আহম্মেদ। কারা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গত ২৩ অক্টোবর বেঞ্চসহকারী মোজাফ্ফর হোসেন বাদী হয়ে আটক শামীম ও তার মামা হাসানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরদিন আটক শামিমকে এ মামলায় আদালতে মাধ্যমে শোন-এ্যারেস্ট করেন। গত ২৬ অক্টোবর আসামি শামীমের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই ইলিয়াস হোসেন। রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।