কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: বিএনপি’র সাতক্ষীরা কালিগঞ্জের তারালী ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। বুধবার বিকেলে উপজেলা সদরের তারালী চৌরাস্তা মোড়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন তারালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম গাজী, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, ইব্রাহিম খলিল, উপজেলা শ্রমিক দলের সাবেক সহসভাপতি এবাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম গাজী, বিএনপি নেতা আব্দুল জলিল, রেজাউল ইসলাম গাজী, আব্দুল মজিদ, রাজু সরদার, আমিনুল ইসলাম, হামিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, শাওন মুখার্জী প্রমুখ।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে তারালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন।