Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বুরুজবাগান মাধ্যমিকের শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর , ২০২৫, ০২:০৭:৪৩ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল ৯টা ২০ মিনিট থেকে ১০টা পর্যন্ত যশোর-কোলকাতা মহাসড়কের নাভারণ বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, গত বছরের ৪ এপ্রিল নাভারণের বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আনজিলা খাতুনকে নিজ বাসায় প্রাইভেট পড়ানোর সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীম অশোভন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিস অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে। তবে এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও স্থায়ী ব্যবস্থা না নেয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত শাস্তির দাবি জানায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, “যে শিক্ষক এমন অনৈতিক কাজ করেছেন, তাকে বিদ্যালয়ে রাখলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তাই আমরা তার স্থায়ী বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

নাম প্রকাশে অনিচ্ছুক হওয়ায় শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীমের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তা গতবছরের দাবী। সেদিনের সেই ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠণ ও প্রতিবেদন মাউশিতে প্রেরণ করা হয়েছিলো। এতদিন তিনি সাময়িক বরখাস্ত ছিলেন। ইতিমধ্যে মাউশি থেকে অস্পস্ট একটি চিঠি উপজেলাতে আসে এবং তাকে বহালের বিষয়ে বলা হয়েছে। তবে চিঠিটি মাউশির কি,না তাতে কিছুটা সন্দেহ থেকে গেছে। তারপরেও কমিটির কাছে শিক্ষক আব্দুল আলীমের বহালের বিষয়টি জানতে চাওয়া হলে জানা যায়, তিনি স্বপদে যোগদান করেছেন মর্মে জানাগেছে। যা নিয়ে শিক্ষার্থীরা পুনরায় তাকে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে আরও বিস্তর দেখে ব্যবস্থা নেয়া হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)