Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নানা আয়োজনে লোকসমাজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এখন সময়: শুক্রবার, ৩১ অক্টোবর , ২০২৫, ০২:১০:২৮ এম

নিজস্ব প্রতিবেদক: দৈনিক লোকসমাজ শুভানুধ্যায়ী ও পাঠকদের ভালোবাসার মধ্যে দিয়ে পদার্পণ করেছে ৩০তম বর্ষে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বৃহস্পতিবার দিনভর আয়োজন ছিল উৎসবমুখর। প্রতিষ্ঠাতা প্রকাশক সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে স্মরণ, দোয়া, কবর জিয়ারত ও কেক কেটে উদযাপন করা হয় এই বিশেষ দিনটি। পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ে মুখর হয়ে ওঠে পত্রিকা পরিবার।

সকালে কারবালা কবরস্থানে পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এরপর হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়তনে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় দৈনিক লোকসমাজ সম্পাদক শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘পত্রিকাটি ২৯ বছর পূর্ণ করে ৩০ বছরে পদার্পণ করেছে। একটি একটি করে দিন পার করে এই ২৯টি বছর অতিক্রান্ত হয়েছে। এই সময়গুলো কেমন ছিল, যারা পেরিয়েছে তারাই জানে। এই ২৯ বছরের অর্ধেকেরও বেশি সময় লোকসমাজ বৈরী পরিস্থিতি মোকাবিলা করেছে, উজান স্রোতে চলেছে।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, ‘লোকসমাজ পাঠকনন্দিত বলেই দীর্ঘ ৩০ বছর ধরে টিকে আছে। পাঠকের ভালোবাসা অর্জনের মূল কারণই প্রতিষ্ঠাতা প্রকাশক তরিকুল ইসলামের মনন, চরিত্র ও জনকল্যাণে তার নিবেদিতপ্রাণতা। তার সেই মানসিকতাই পত্রিকার প্রকাশনাকেও প্রভাবিত করেছে। কঠিন সময় পার করেও লোকসমাজ মানুষের কথা বলার জায়গা ধরে রাখতে পেরেছে। আমি লোকসমাজ-এর ৩০ বছরের পদার্পণে শুভেচ্ছা জানাই। আগামীর দিনগুলো আরও সুন্দর হোক, পত্রিকাটি মানুষের ও সমাজের কথা বলুক।’

পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত প্রতিষ্ঠাতা প্রকাশক তরিকুল ইসলামকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, লোকসমাজ এর অসংখ্য পাঠক, লেখক, গ্রাহক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, হকার ও এজেন্টদের আমরা কৃতজ্ঞ। দুঃসময়ে তারা কখনো আমাদের ছেড়ে যায়নি।

পরে প্রতিষ্ঠাতা প্রকাশক তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক মো: রফিকুল হাসান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দ্দৌলা, দৈনিক লোকসমাজ এর নির্বাহী সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, সহসভাপতি ও যশোর টায়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাওছার আহমদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক আহসান কবির বাবুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ সময় জেলা বিএনপি, যশোর সংবাদপত্র পরিষদ, প্রেসক্লাব যশোর, দৈনিক স্পন্দন, গ্রামের কাগজ, সমাজের কথা, কল্যাণ, রানার, সুবর্ণভূমি, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, যশোর হকার্স ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা জানায়। পরে দৈনিক লোকসমাজ কার্যালয়ে প্রকাশক শান্তনু ইসলাম সুমিত পত্রিকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে কেক কাটেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)