Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒চিত্রা মডেল কলেজে সুধী সমাবেশ

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ

এখন সময়: শুক্রবার, ৩১ অক্টোবর , ২০২৫, ০৬:২৩:৫১ এম

 

খাজুরা (যশোর) প্রতনিধি : যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান চত্বরে সুসজ্জিত মঞ্চে এ অনুষ্ঠান করা হয়। এদিন যশোর-মাগুরা জেলার সীমান্তবর্তী চারটি ইউনিয়ন থেকে আসা কয়েকশ অভিভাবক ও সুধীজনদের উপস্থিতি যেন এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এতে শিক্ষার্থীরা আনন্দ নিয়ে বিদ্যার্জন করবে। সন্তানকে কলেজের পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব শেষ নয়। সন্তান ঠিকমতো বাড়িতে পড়ালেখা করছে কিনা, খারাপ সঙ্গে মিশছে কিনা-এসব বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করতে হবে।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ কহিনুর আলম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম খান ও হাতেম আলী বিশ্বাস, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, বুনাগাতি ডিগ্রি কলেজের প্রভাষক মীর ইব্রাহীম হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস, ৭নং ওয়ার্ডের সভাপতি রইচ উদ্দিন ও সাধারণ সম্পাদক সঞ্চাল খান, ৮নং ওয়ার্ডের সভাপতি ওলিয়ার রহমান, অভিভাবকদের মধ্যে নাসরিন আক্তার, আব্দুর রাজ্জাক ও জোনাকি বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুুষ্ঠান পরিচালনা করেন চিত্রা মডেল কলেজের প্রভাষক রুস্তম আলী।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)