Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলব : নিতাই রায়

এখন সময়: রবিবার, ২ নভেম্বর , ২০২৫, ০১:৩১:০০ এম

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদেরকে স্বনির্ভর করে গড়ে তুলব। বাংলাদেশে নারী শক্তির বিপুল সম্ভাবনা রয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী হতে সহায়তা করবেন।

মাগুরার মহম্মদপুরে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয়তাবাদী উপজেলা মহিলা দলের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক রওশনা আরা ইয়াসমিনের সভাপতিত্বে সমাবেশে বিপুল সংখ্যক মহিলা নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

জেলা মহিলা দলের সদস্য সুলতানা রউফুন্নাহার রঞ্জুর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন জেলা বার কাউন্সিলের সভাপতি অ্যাড. খাঁন রোকনুজ্জামান, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মিথুন রায় চৌধুরী, মাগুরা জজ কোর্টের পি পি (মহিলা ও শিশু) অ্যাড. মনিরুল ইসলাম মুকুল এবং বাবুখালী মহিলা দলের সুরভী খানম প্রমুখ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)