স্পন্দন ডেস্ক : ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্নস্থানে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা, পুরস্কার বিতরণ করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে:
মহেশপুর : উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায় কার্যালয়ের পরিদর্শক রুহুল আমিন মোল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, সহকারী নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন,থানার এস আই আলগীর হোসেন,সমবায় অফিসের সহকারী পরিদর্শক জামির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে কালিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।উপজেলা সমবায় অফিসার শ. ম রাশিদুল আলমের সভাপতিত্বে সভাতে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, সহকারী পরিদর্শক এমদাদ হোসেন, পাট কর্মকর্তা ফারুক হোসেন ও প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি ও আতাউর রহমান মিটনসহ অন্যান্যরা।
ফুলতলা (খুলনা) : শনিবার সকালে র্যালি, জাতীয় ও সমাবায় পতাকা উত্তোলন এবং পরে উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সুচি রানী সাহা। উপজেলা সমবায় অফিসার ফারহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক বীজ কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস। কোহিনুর জাহানের পরিচালনায় এতে বক্তৃতা করেন সহকারী সমবায় অফিসার জাহিদুর রহমান, পাপিয়া রানী হালদার, সমবায়ী মঞ্জুর হাসান, বিষ্ণুপদ দাস, সুরাইয়া ইয়াসমিন, আবুল কালাম সরদার, হাদিস খান প্রমুখ।
কেশবপুর : সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুপালী রানী, সমবায়ী সদস্য সাজ্জাদ হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ।
মাগুরা : শনিবার সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে কালেক্টরেট মাঠে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার সমবায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, জেলা সমবায় অফিসার এস এম মনজুরুল হক,সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডুসহ জেলার সমবায় সমিতির সদস্যরা বক্তব্য রাখেন।
কলারোয়া : সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা সমবায় অফিসার অনিমেশ কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেস, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, বিআরডিবি অফিসার এসএম সোহেল, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান সাইফুল্লাহ আজাদ, বিএনপি নেতা গোলাম রসুল। এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমবায় কার্যালয়ের আবুল কালাম। অনুষ্ঠানে ৫০ জন সমবায়ীর মাঝে ৪০ হাজার টাকার সুদমুক্ত ঋণের চেক প্রদান করা হয়।
ডুমুরিয়া: ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জনতা সমবায় সমিতি লিঃ এর পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস। প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান। স্বাগত বক্তব্যদেন সহকারী পরিদর্শক হেকমত আলী। বিপন্ন কুমার মন্ডলের সঞ্চালনায় আরো বক্তব্যদেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, সমবায়ী কৃষ্ণপদ জর্দ্দার, অশোক কুমার মন্ডল, দীপংকর মন্ডল, দীপক দাস প্রমুখ।
দেবহাটা (সাতক্ষীরা) : সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিজানুর রহমান ও শরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল।
আশাশুনি: সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সমবায় অফিসার সন্ন্যাসী কুমার মন্ডল। সভায় ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। সহকারী শিক্ষক উত্তম কুমার মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা হিসাবরক্ষকণ অফিসার মোমিন আহমেদ, প্রভাষক জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আকবার হোসেন, আইডিয়ালের সুব্রত কুমার বাছাড় প্রমুখ। সবশেষে ৯ সমবায় সমিতি লিমিটেডের সভাপতিদের ক্রেস্ট প্রদান করা হয়েছে।
ফকিরহাট (বাগেরহাট) : সকালে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট ইউ, সি, সি, এ, লি: এর চেয়ারম্যান শাহজামান চৌধুরী লরে ও ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আনন্দ কুমার কুন্ডু। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ। সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফকিরহাট ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অ্যাড. ফকির ফরহাদ হোসেন, নবজীবন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খান গোলাম মুরশিদ, প্রবাহ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির লিমিটেডের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা ও সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাইকগাছা (খুলনা) : সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
লোহাগড়া (নড়াইল) : সকালে লোহাগড়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ। লোহাগড়া উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জি. রাজু আহমেদ বাপ্পীসহ প্রমুখ । এসময় ২০২৪ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়েছে।