কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক খাবার হোটেল মালিককে ২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের কলেজ বাসস্ট্যান্ড এলাকার ‘আপ্যায়ন হোটেল’-এ এই অভিযান পরিচালনা করা হয়। ট্রেড লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪ এর ১৯ ধারায় এ জরিমানা করা হয়।
এ সময় হোটেল ব্যবসায়ী মো. ইউনুস আলীকে ২ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আজিজুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডল এবং কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল।