মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার কৃষি অফিসার মো. তোজাম্মেল হোকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বদলির আদেশ জারির অভিযোগ তুলে তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।
রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে শতাধিক কৃষকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।