নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু প্রতিযোগিতা ‘নতুনকুড়ি’-এর কৌতুক ‘ক’ শাখায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোরের কৃতি সন্তান সাবিক সাদত। সোমবার বাংলাদেশ টেলিভিশন ভবনের ৪নম্বর স্টুডিওতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে শীর্ষ ৫ প্রতিযোগীর মুখোমুখি হয়ে সে এই সাফল্য লাভ করে।
শেষ বিকেলে ফলাফল ঘোষণার পর সাবিককে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তার এই বিজয়ে যশোরসহ তার পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
চ্যাম্পিয়ন সাবিক সাদত দৈনিক লোকসমাজের চিফ রিপোর্টার হাবিবুর রহমান এবং শারমিন আক্তার শিউলী-এর একমাত্র সন্তান। সাবিকের এ অর্জন তার পরিশ্রম, মেধা এবং কৌতুক পরিবেশনায় তার সহজাত প্রতিভারই প্রমাণ। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সাবিক তার জন্মস্থান যশোর এবং পরিবারকে এক বিশেষ সম্মান এনে দিয়েছে।