শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে আগত পর্যটক সুমন (২৭) সমুদ্র তীরে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যায়। সোমবার ৪ নভেম্বর দুপুরে এ ঘটনা ঘটে।
পরে বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করা হলে কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা তাৎক্ষণিক দুবলার চর সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ওই পর্যটককে জীবিত উদ্ধার করে। সুমনের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়।
উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক নিশ্চিত করেছেন।