কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: নিখোঁজের ২৫ দিন পর বাড়ি ফিরেছে কোটচাঁদপুরের আলী আকবার রিজভী (১২)। বুধবার রাতে ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন তার পিতা জাহিদুল ইসলাম। তবে কিশোরটি কীভাবে সেখানে গেল এবং এসময় কোথায় ছিল তা স্পষ্ট করে এখনও কিছু জানাতে পারেনি পরিবার।
জানা যায়, আলী আকবার রিজভী কালিগঞ্জ উপজেলার গোহাটা এলাকার একটি নুরানী মাদ্রাসায় পড়াশোনা করত এবং সেখানেই থাকত। গত ১১ সেপ্টেম্বর বিকেলে মাদ্রাসা থেকে বের হয়ে নিয়ামতপুর ভ্যানস্ট্যান্ডে যায়। এরপর থেকেই তার খোঁজ মেলেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ১২-১০-২৫ তারিখে কালিগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি (জিডি নং-৬৮৫) করেন তার পিতা।
জিডির পর থেকে পরিবার ও পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল। প্রায় ২৩ দিন পর বুধবার দুপুরে রিজভীর বাবার মোবাইলে ফোন আসে এবং তার অবস্থানের কথা জানানো হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঢাকায় গিয়ে কমলাপুর রেলস্টেশন এলাকায় তাকে পেয়ে বাড়িতে ফিরিয়ে আনেন।
পরিবার জানায়, রিজভী কালিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় চলে যায়। সেখানে একটি স্থানীয় মাদ্রাসায় অবস্থান নেয়। পরে ওই মাদ্রাসার শিক্ষক শরিফ উদ্দিন জিহাদী রিজভীর কাছ থেকে তার পরিবারের নম্বর সংগ্রহ করেন এবং যোগাযোগ করে তাকে ফিরিয়ে দিতে সহায়তা করেন।
জাহিদুল ইসলাম বলেন, “২৫ দিন ধরে আমরা অস্থির সময় কাটিয়েছি। ফোন পেয়ে স্বস্তি পেলেও মনে ভয় ছিল। শেষ পর্যন্ত তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া।”
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “পরিবারকে জিডি প্রত্যাহারের জন্য থানায় আবেদন করতে বলা হয়েছে।”