Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যশোর

এখন সময়: রবিবার, ৯ নভেম্বর , ২০২৫, ১২:৫০:৫০ এম

 

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে  যশোর জেলা দল। শনিবার বিকেলে  বরিশাল ভেন্যুতে  অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল খেলায়  যশোর জেলা দল ১-০ গোলের ব্যবধানে  পরাজিত করে বাগেরহাট জেলা দলকে।

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে খেলতে বরিশাল গিয়েছিল যশোর।  বরিশালের আউটডার স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ছিল বাগেরহাট জেলা। তবে ম্যাচটি নির্ধারিত সময়ের গণ্ডি পার করতে পারেনি। প্রতিপক্ষ বাগেরহাট জেলার খেলোয়াড়-কর্মকর্তাদের সহিংসতার ঘটনায়। তারা রীতিমত মাঠে ও মাঠের বাইরে রেফারি ও যশোরের সমর্থকদের বেধড়ক মারধর করেছেন। এতে আহত হয়েছেন কয়েকজন। পরে পুলিশ-সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে ম্যাচে যশোরকে জয়ী ঘোষণা করা হয়েছে। এ জয়ে প্রতিযোগিতার শেষ চারে যায়গা করে নিয়েছে আনোয়ার পারভেজের শিষ্যরা। প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার কমলাপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।

ম্যাচের ২৪ মিনিটে আতিকের গোলে এগিয়ে যায় যশোর। এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে ম্যাচে এই অর্ধের ৩৫ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে শুরু হয় সংহিসতা। বাগেরহাটের অধিনায়ক জিয়া প্রথমেই রেফারিকে মারধর শুরু করে। এর সাথে যোগ দেয় দলের অন্যান্য খেলোয়াড় ও কর্মকর্তারা। তারা বাঁশ দিয়ে যশোরের সমর্থকদের মারধর শুরু করে। এ সময় যশোরের টিম পুরোপুরি নিরাপত্তাহীনতার মধ্যে ছিল। পরে পুলিশ-সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে রেফারি ম্যাচের বাকি অংশের খেলা সম্পন্ন করার জন্য মাঠের মধ্যে ৩০ মিনিট অপেক্ষা করেন। কিন্তু বাগেরহাট আর মাঠে ফিরে না আসায় যশোরকে বিজয়ী ঘোষণা করে ভেন্যুর দায়িত্বে থাকা কর্মকর্তারা।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)