Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভায়না রাধাগোবিন্দ মন্দিরে রাসলীলা উপলক্ষে আলোচনা সভা

এখন সময়: রবিবার, ৯ নভেম্বর , ২০২৫, ০১:৪৫:৫১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার ভায়না রাধাগোবিন্দ মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসলীলা ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন- বিএনপির সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এই দেশ হিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রিস্টানসহ এই ভুখন্ডে বসবাসকারী সকল ধর্মের মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহান জাতীয় সংসদে বলেছিলেন, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে কোন ভেদাভেদ নেই। পাহাড় এবং সমতলে বসবাসকারীদের মধ্যে পার্থক্য রাখার কোন সুযোগ নেই। আমাদের সকলের একটি পরিচয় আমরা বাংলাদেশী। তাই এই যশোরে তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমার যতখানি অধিকার আছে,আপনাদের (সনাতন ধর্মাবলম্বী) সন্তানদেরও ঠিক ততখানি অধিকার আছে। এই বিশ্বাস নিয়ে আপনাদের যশোর বসবাস করতে হবে। আমরা সকলে মিলে যশোর তথা সমগ্র বাংলাদেশকে নতুন ভাবে গড়তে চাই। রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি অধ্যাপক অলোক ঘোষের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট দিলীপ কুমার চন্দ্র, পূজা উদযাপন পরিষদ ও নীলগঞ্জ মহাস্মশন কমিটির সাবেক সভাপতি অসীম কুন্ডু, রাইটসের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট, নীলগঞ্জ মহাস্মশন কমিটির সাধারণ সম্পাদক বাবু সনৎ কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন বৈষম্য বিরোধী সনাতন সমাজের আহ্বায়ক মিনাল কান্তি দে, পুজা পরিষদের সাবেক নেতা বাবু দীপক রায় প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)