নিজস্ব প্রতিবেদক,মণিরামপুর: যশোর-৫ (মণিরামপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক বলেছেন, ইসলামে নারীদের শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক ভূমিকার ক্ষেত্রে মর্যাদা দেয়া হয়েছে। ইসলামে মা, স্ত্রী, মেয়ে ও বোন হিসেবেও নারীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে। ইসলামে নারীদের যে অধিকারের কথা বলা হয়েছে,তাতে নারীদের আলাদা করে দেখার সুযোগ নেই।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে রোববার বিকেলে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মজগুন্নী গ্রামে এক মহিলা কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের স্থানীয় নেতা মাওলানা আব্দুল বাসিতের সভাপতিত্বে ও আব্দুল করিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের উপজেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম শামীম, সংগঠনের শ্যামকুড় ইউনিয়ন সভাপতি মাওলানা এজহার আলি, সেক্রেটারি ডা. মনিরুজ্জামান, শ্রমিক নেতা ছাইদুর রহমান প্রমুখ।