ক্রীড়া প্রতিবেদক : যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদরের উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইউনিয়ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, ক্রীড়া সংগঠক এ বি এম আখতারুজ্জামান, সোহেল মাসুদ হাসান টিটো, সাবেক ফুটবলার হালিম রেজা, জয়নাল আবেদীন, কাজী জামাল হোসেন, হাফিজুর রহমান,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ। এদিকে, আজ শুক্রবার সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টে অংশ নেবে ১৫ টি ইউনিয়ন দল। হোম অ্যান্ড এওয়ে পদ্ধতিতে হবে টুর্নামেন্টের সকল খেলা। উদ্বোধনী খেলায় অংশ নেবে উপশহর ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন ফুটবল একাদশ। ম্যাচটি হবে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে। খেলা শুরুর আগে দুপুর আড়াইটায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে যশোর সদর উপজেলা বিএনপি। তাছাড়া ব্যবস্থাপনায় থাকছেন সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা ও রানার্স আপ দলকে ৫০ হাজার টাকার প্রাইস মানি ও ট্রফি দেয়া হবে। এছাড়া প্রতিটি খেলায় ম্যান অব দ্যা ম্যাচে পুরস্কার প্রদান করা হবে। আগামী ২৯ নভেম্বর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।