ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় জয় দিয়ে সেমিফাইনালে উঠেছে অভয়নগর উপজেলা। তারা ৫-০ গোলের বড় ব্যবধানে ঝিকরগাছাকে পরাজিত করে।
শনিবার শামস্-উল হুদা স্টেডিয়ামে খেলায় অভয়নগরের খেলোয়াড়রা একক আধিপত্য বজায় রেখেছিলো ম্যাচের শেষ অবধি। যার ফলে বড় জয় পেতে তেমন কষ্ট করতে হয়নি । খেলায় ১৭ মিনিটে প্রথম গোল করেন হাসান, ৩২ মিনিটে দ্বিতীয় গোল করেন রিয়াজ। খেলায় তৃতীয় গোলটি গোলটি করেন হাসান। অভয়নগর ৩-০ গোলে এগিয়ে থাকায় অবস্থায় খেলার বিরতি হয় ।
বিরতি পর খেলা শুরু হলে অভয়নগর দলের পক্ষে ৪৮ মিনিটে চতুর্থ গোলটি করেন মইন। আর দলের পঞ্চম গোলটি করেন ইয়াছিন। গোলটি জোড়া গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের হাসান।
এর আগে সেমিফাইনালে উঠেছে সদর উপজেলার পাশাপাশি মণিরামপুর, চৌগাছা উপজেলা। শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে অভয়নগর উপজেলা।