ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো চৌগাছা উপজেলা দল। মঙ্গলবার বিকেলে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় চৌগাছা উপজেলা দল ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে অভয়নগর উপজেলা দলকে। ম্যাচের ২০ মিনিটে একমাত্র গোলটি করেন চৌগাছার বিদেশি খেলোয়াড় বোবো। তবে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন চৌগাছার গোলরক্ষক শিহাব। এদিন ম্যাচের প্রথম আক্রমনে যায় অভয়নগর উপজেলা দল। ম্যাচের ৫মিনিটে আরঙ্গজেবের ডান পায়ের শর্ট গোলবারের উপর দিয়ে যায়। তবে সময় যত গড়িয়েছে ততই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে চৌগাছা। ম্যাচের ১৬ মিনিটে বোবোর ফ্রি কিক সরাসরি গোলরক্ষকের হাতে যায়। তবে চৌগাছাকে গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। চার মিনিট পর চৌগাছাকে আনন্দের উপলক্ষ্য এনে দেন বোবো। চৌগাছা গোলকিপার শিহাবের দূর পাল্লার শট প্রতিপক্ষ অভয়নগরের ডি বক্সের একটু বাইরে পায় বোবো। সেই বল অভয়নগরের দুই ডিফেন্সকে কাটিয়ে এগিয়ে আসা গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন। ৩৯ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় চৌগাছা। তবে অফসাইডের কারণে তা বাতিল করে রেফারি। অভনগরের খেলোয়াড়রা একাধিকবার গোলের সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে পারেনি। ফলে ম্যাচের ২০ মিনিটে বোবোর করা গোলটিই শেষ পর্যন্ত জয় নির্ধারণী গোলে পরিণত হয়। জেলা প্রশাসনে আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট। আগামীকাল ২০ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এ আসর। শিরোপা নির্ধারনী ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করবে সদর ও চৌগাছা উপজেলা দল।