নিজস্ব প্রতিবেদক: অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন বিশিষ্ট শিক্ষাবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন- শিক্ষার পাশাপাশি তাদের মননশীলতা বিকাশে শরীর চর্চা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হতে হবে। এসব চর্চার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটাতে হবে। তাহলেই এ দেশ সুন্দর এক আগামীর স্বপ্ন দেখবে।
তিনি বলেন, শিশুদের ইংরেজি ভীতি কাটাতে ও তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে অস্কফোর্ড স্টেইট স্কুল প্রতিষ্ঠা করা হয়। তিনি ইংরেজি শিক্ষার যশোরের প্রথম এ বিদ্যলয়কে শিক্ষার্থী ও অভিভাবক বান্ধব করার উদ্যোগের কথা জানান। পাশাপাশি তিনি বিদ্যলয়ের উন্নয়নে অভিভাবকদের পরামর্শের যধাযথ মূল্যায়ন করা হবে বলেও অভিমত ব্যক্ত করেন।
মঙ্গলবার সকালে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুল চত্বরে বিদ্যালয়ের ক্লাস পার্টির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
স্কুলের অধ্যক্ষ সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সদস্য বিএনপি নেতা মারুফ হোসেন।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ শাহিনুর বেগম, শিক্ষক মো. সজিব, আবিদা মাজেদ, সেলিনা নাহার, রিজওয়ানা নাহিদ প্রমুখ।
অনুষ্ঠান চলাকালে ছোট ছোট শিশুরা নাচ, গান, কবিতা আবৃত্তি, ফ্যাসন শোসহ মনোমুগ্ধকর নানা পরিবশেনার মাধ্যমে উপস্থিত অতিথি ও অভিভাবকদের ভিন্ন এক জগতে নিয়ে যায়।