Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য পৌনে ১৩ কোটি ভোটার

এখন সময়: বুধবার, ১৯ নভেম্বর , ২০২৫, ০১:২৭:৫২ এম

 

স্পন্দন ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হয়েছেন পৌনে ১৩ কোটি ভোটার।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে ফেব্রæয়ারির নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার সংখ্যার তথ্য তুলে ধরেন।

তিনি জানান, এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। চূড়ান্ত তালিকায় পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া ১ হাজার ২৩৪ জন।

নারী ও পুরুষ ভোটারের ব্যবধান ১৯ লাখ ৩৫ হাজার ৮৬৫ জনের।

আগামী ফেব্রæয়ারির সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। এবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ার কথা রয়েছে।

এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর প্রথম ভোটার তালিকা হালনাগাদ চূড়ান্ত করা হয় ২ মার্চ।

এরপর দ্বিতীয় ধাপে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার কাজ শুরু করে ইসি। এটি চূড়ান্ত হয় অগাস্টে।

সবশেষ তৃতীয় দফায় নতুন ভোটারদের যুক্ত করতে সময় দেওয়া হয় ৩১ অক্টোবর পযন্ত। মঙ্গলবার এটি চূড়ান্ত করার তথ্য দিল ইসি।

>> ২ মার্চ ২০২৫ এ ভোটার সংখ্যা- ১২,৩৭,৩২, ২৭৪ জন।

>> ১ নভেম্বর ঘোষিত ভোটার সংখ্যা- ১২,৭৬,১২,৩৮৪ জন; যাচাইয়ের পর নতুন অন্তর্ভূক্ত ৮২,৭৯৯ জন।

>>১৮ নভেম্বর ভোটার সংখ্যা- ১২,৭৬,৯৫,১৮৩ জন।

ইসি সচিব জানান, মার্চ থেকে নভেম্বর সময়ে ভোটার বেড়েছে ৩.২০%।

এরমধ্যে পুরুষ ভোটার বেড়েছে ২.২৯% এবং নারী ভোটার ৪.১৬ %।

নবম সংসদ নির্বাচনের আগে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। এরপর হালনাগাদে নতুনদের অন্তর্ভূক্ত ও মৃতদের বাদ দিয়ে হালনাগাদ করা হচ্ছে ভোটার তালিকা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)