Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ট্রাকের চাকায় পিষ্ট

‘বড় ভাইয়ের সাইকেলে চড়ে আর স্কুলে যাবে না শীষ’

এখন সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর , ২০২৫, ১২:৩০:১১ এম

নিজস্ব প্রতিবেদক: বড় ভাই ইয়াছিন আরাফাত সাদের বাইসাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল ছোট ভাই ইয়াছিন আরাফাত শীষ (৬)। কিন্তু স্কুলে পৌঁছানোর আগেই নিভে গেল তার প্রাণ। ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শীষের মৃত্যু হয়েছে। বুধবার সকালে যশোর শহরতলী শেখহাটি বাবলাতলায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শীষ শেখহাটি গ্রামের শিক্ষক শাহাবুদ্দিন আহমেদের ছেলে ও প্রিজন্স পাবলিক স্কুলের শিশু শ্রেণির ছাত্র।

জানা গেছে, সকাল সাড়ে ৭ টার দিকে বড় ভাই ইয়াছিন আরাফাত সাদের বাইসাইকেলের পিছনে বসে স্কুলের যাচ্ছিল ইয়াছিন আরাফাত শীষ। পথিমধ্যে শেখহাটি বাবলাতলার রিপন হোসেনের বাড়ির সামনের পাকা সড়কে পৌঁছালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৩৬৯৭) বাইসাইকেলে ধাক্কা দেয়। এসময় বাইসাইকেলের পিছনে বসে থাকা শীষ ছিটকে সড়কের ওপর পড়লে ট্রাকের পিছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে শীষের মৃত্যু হয়।

যশোর শহরের ঘোপ মাহমুদুর রহমান স্কুলের শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ জানান, বড় ভাই ইয়াছিন আরাফাত সাদের সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল ইয়াছিন আরাফাত শীষ। বাড়ি থেকে বের হওয়ার কিছু সময় পর ফিরে এসে পরিবারের লোকজনকে সাদ জানায় ‘শীষ আর নেই’। ট্রাকের চাপায় সে মারা গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন ছোট্ট শীষের নিথর দেহ পড়ে আছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাথার মগজ।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই মোফাজ্জল হোসেন জানান, নিহত ছাত্রের মাথার একপাশ সড়কের সাথে মিশে গেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক হেফাজতে নেয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)